• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

সংগৃহীত ছবি

সারা দেশ

ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ অক্টোবর ২০২০

বরিশালের বাকেরগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে যশোর জেলার পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র থেকে জামিনে মুক্তির পর আজ ভোরে তাদের অভিভাবকদের কাছে তুলে দেয়া হয়। 

গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে শিশুদের বুকে টেনে নিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, জেলা প্রশাসক কার্যালয়ের অফিসার সাজ্জাদ পারভেজ, বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালামসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, আমরা উচ্চ আদালতের নির্দেশনা পালন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এরপর ঘটনার মূল্য রহস্য উদঘাটন হবে।

এর আগে, গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখে বৃহস্পতিবার রাতে শিশুদের পরিবারের কাছে ফেরত দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

এছাড়া সংশ্লিষ্ট আদালতের বিচারক, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অভিভাবকসহ ওই ৪ শিশুকে রোববার হাইকোর্টে উপস্থিত হওয়ার আদেশ দেয়া হয়েছে। একই সাথে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে একই দিন ভিকটিম শিশুর মেডিকেল রিপোর্ট উপস্থাপন করতে বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads