• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯
ফেসবুকের কল্যাণে বাড়ি ফিরলো পথ হারা শিশু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফেসবুকের কল্যাণে বাড়ি ফিরলো পথ হারা শিশু

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ অক্টোবর ২০২০

নেত্রকোনার দুর্গাপুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কল্যাণে বাড়ি ফিরে পেল পথ হারা শিশু আরিফুল (৭) । গত শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের বুরুঙ্গা এলাকায় একটি শিশুটিকে ঘুরতে দেখে স্থানীয়রা । সন্ধ্যা গড়িয়ে রাত নামে তবুও শিশুটি যেন বাড়ি ফেরে না ।  রাত আনুমানিক ১০ টার দিকে স্থানীয় কয়েকজন শিশুটিকে বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে কিছু বলতে পারে না । এক পর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করে । শিশুদের কান্না দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং ঘটনাটি বোঝার চেষ্টা করে । পরে স্থানীয় কয়েকজন শিশুদের সাথে কথা বলে জানতে পারেন সে পথ ভুলে গেছে ।

স্থানীয়রা রাতেই ছেলেটিকে নিয়ে দূর্গাপুর থানায় চলে আসে এবং কয়েকজন মিলে শিশুটির ছবি এবং নাম লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন । এই পোস্ট একজন-দুজন করে ছড়াতে থাকে স্থানীয় তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকগুলোতে । ফেসবুকে প্রচারের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শনাক্ত হয় শিশুর পরিচয় ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির বাবা সোহেল মিয়া নরসিংদীতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে । আর শিশুটির মা পার্শ্ববর্তী দেশ ভারতের একটি গার্মেন্টসে কর্মরত রয়েছে । তাই নানির বাড়ি কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের থাকেন শিশু আরিফুল । পাশাপাশি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করেন । গতকাল শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় বিকেলে ঘুরতে বের হয় শিশু আরিফুল । ঘুরতে ঘুরতে সাতাশি,চন্ডিগড়,মাকড়াইল হয়ে চলে আসে পৌরশহরের বুরুঙ্গায় । এ এলাকায় নতুন তার উপর রাত হয়ে যাওয়ায় পথঘাট ভুলে যায় ওই শিশু । পরে স্থানীয়রা শিশুটিকে বাড়ি কথা জিজ্ঞাসা করতেই ঘাবড়ে গিয়ে কান্নাকাটি শুরু করে ।

স্থানীয় গণমাধ্যম কর্মী রাজেশ গৌড় জানান,গতকাল রাতে আমরা খবর পাই বুরুঙ্গা গ্রামে স্থানীয়রা একটি শিশুকে উদ্ধার করেছে । যে কি না নাম-পরিচয় কোন কিছুই বলতে পারছে না । পরে আমরা ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে দূর্গাপুর থানায় নিয়ে যাই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শিশুটির পরিচয় নিশ্চিতে পোস্ট দেই । অনেকেই আমাদের এই পোস্টগুলো শেয়ার করেছেন যার ফলে অল্প সময়ের মধ্যেই শিশুটি পরিচয় শনাক্ত করা গেছে এবং শিশুটিকে তার পরিবারের কাছে ফিরে যায় ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর এ আলম জানান, গতকাল রাতে একটি শিশু পথ ভুলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিলো । পরে স্থানীয় কয়েকজন একটি শিশুকে নিয়ে থানায় আসে । আমরা রাতেই পার্শ্ববর্তী থানায় খোঁজখবর নেই এবং আমাদের থানার ফেসবুক আইডিতে শিশুদের ছবি দিয়ে একটি পোষ্ট করি ‌। এ ব্যাপারে স্থানীয় কয়েকজন আমাদের সহায়তা করেছেন এবং অল্প সময়ের মধ্যেই শিশুদের পরিচয় শনাক্ত হয় ‌। পরে শিশুটি তার পরিবারকে সনাক্ত করায় শিশু আরিফুলের পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয় ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads