• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

লালমনিরহাটে নারী নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন নারী সংগঠনের মানববন্ধন

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১২ অক্টোবর ২০২০

লালমনিরহাট সদর উপজেলা নারী সংস্থার আয়োজনে উপজেলার কুলাঘাট ইউনিয়নে নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন নারী সংগঠন।

গতকাল রোববার (১২অক্টোবর) ইউনিয়নের কুলাঘাট বাজার মোড়ে বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে একটি মৌন মিছিল কুলাঘাট ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। এতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী ও ইউপি সদস্যবৃন্দ একাত্মতা ঘোষণা করে অংশ গ্রহণ করেন। পরে অনুষ্ঠিত মানববন্ধনে কুলাঘাট, মোগলহাট, রাজপুর, হারাটি ও খুনিয়াগাছ ইউনিয়নের বিভিন্ন নারী সংস্থার সদস্যাবৃন্দ, ইউনিয়ন নারী ফেডারেশনের সদস্যাবৃন্দ, সংগঠিত নারী দলের সদস্যাবৃন্দসহ এলাকার প্রতিবাদী ৩শতাধিক নারী অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মহশিন আলী টিটু, যোবায়দুল ইসলাম জোবেন, বেসরকারী সংস্থা এসকেএস পাওয়ার প্রকল্পের এর কো অর্ডিনেটর সুলতানা পারভিন, সদর উপজেলা ফেডারেশনের সভাপতি মিনারা বেগম, এসকেএস পাওয়ার প্রকল্পের প্রকল্প অফিসার রনজিৎ কুমার পাল, ফতেমা বেগম, নারী নেত্রী লাইজু বেগম, অজিফা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads