• বুধবার, ২২ মে ২০২৪, ৮ জৈষ্ঠ ১৪২৮
কেরানীগঞ্জে এলজিএসপি’র অর্থায়নে একাধিক প্রকল্প উদ্বোধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে এলজিএসপি’র অর্থায়নে একাধিক প্রকল্প উদ্বোধন

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১২ অক্টোবর ২০২০

ঢাকার কেরানীগঞ্জে এলজিএসপি’র অর্থায়নে জিনজিরা ও আগানগর ইউনিয়নে এক হাজার সুবিধাবঞ্চিতও প্রতিবন্ধী মানুষের মাঝে বিভিন্ন সেবা ও নৌকা মাঝিদের মাঝে রাত্রিকালীন নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সেফটি রিফ্লেক্টিভ পোশাক বিতরন করা হয়েছে। এসয প্রকল্প উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রনালয় এর যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক এনামুল হাবিব।

আজ সোমবার সকাল ১০টা থেকে এই দুই ইউনিয়নের নৌকার মাঝি, প্রতিবন্ধী ও পথ শিশুদের পোশাক, কৈশোরকালীন শিক্ষার্থী মেয়েদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণ, বর্জ্য অপসারন ডাম্পিং ষ্টেশন পরিদর্শন, বর্জ্য অপসারন কর্মিদের পোশাক বিতরন সহ যুবকদের আউট সোর্সসিং এর উদ্বোধন করেন। এছাড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন ডাটাবেইজ ব্যাংক,পথ শিশুদের রাত্রিকালীন(নৈশ) বিদ্যালয়সহ মোট ৬টি প্রকল্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব বলেন, এলজিএসপি ৩ প্রকল্পের আওতায় ঢাকা জেলার জিনজিরা ও আগানগর ইউনিয়ন বুড়িগঙ্গা ঘাটের প্রায় ৫ হাজার নৌকা মাঝি মধ্য থেকে সাড়ে আট’শ জনকে রাত্রিকালীন নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সেফটি রিফ্লেক্টিভ পোশাক বিতরন করা হয়েছে। এছাড়া সুবিধা বঞ্চিত পথ শিশুদের জন্য রাত্রিকালীন নৈশ বিদ্যালয় চালু করা ,স্কুলের ও কলেজ পড়ুয়া মেয়েদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেছি। রক্তের প্রয়োজনে অতি সহজে যাহাতে রক্তের যোগান দেয়া যায় সে লক্ষ্যে ঢাকা জেলার প্রতিটি ইউনিয়নে ৫০০ জন করে ব্লাড ডোনেশন ডাটাবেইজ ব্যাংক এলজিএসপি এর অর্থায়নে এ প্রকল্পের আওতায় আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ছানিয়া আক্তার, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মডেল থানা কামরুল হাসান সোহেল,সহকারী কমিশনার দক্ষিন থানা সানজিদা পারভীন তিন্নি, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু,কেরাণীগঞ্জ প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক মো.জাকির হোসেন প্রমূখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads