• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

প্রধানমন্ত্রীর ছবি এডিট করে কুরুচিপূর্ণ পোস্ট করায় থানায় অভিযোগ

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০২০

নেত্রকোনার দুর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এডিট করে কুরুচিপূর্ণ মন্তব্য লিখে পোস্ট করায় গতকাল সোমবার (১২ অক্টোবর) রাতেই থানায় মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে দূর্গাপুর থানায় অভিযোগটি দায়ের করেছেন ছাত্রলীগ কর্মী সামছুল হক সানি। সোমবার রাতে ফেইসবুকে এমন একটি ছবি দিলে তা ছড়িয়ে গেলে আওয়ামী লীগ সহ ছাত্রলীগের নেতাকর্মীদের নজরে আসে। পরে সোমবার রাতেই পোস্ট দাতার কপিসহ লিখিত অভিযোগ থানায় জমা দেন তিনি ।

অভিযোগ সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা এক ব্যক্তি ফেসবুকে সত্যের হবে জয় নামে একটি আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পুলিশের আইজিপি বেনজির আহমেদ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ছবি এডিট করে তাতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নাম উল্লেখ করে কুরুচিপূর্ণ ও অশ্লীল বাক্যের ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

পোস্ট করার কয়েক ঘণ্টার মাঝেই পুরো উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তবে পোস্ট দাতা ফেসবুক আইডিতে এক ব্যক্তির ছবি দেয়া থাকলেও এখনও তার কোনো পরিচয় নিশ্চিত করা যায়নি।

এ ব্যাপারে ছাত্রলীগ কর্মী সামসুল হক সানি জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের জীবনমান উন্নয়নে লাগাতার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে দেশে পদ্মা সেতুর মতো অনেক বড় বড় মেগা প্রজেক্টের কাজও প্রায় শেষের দিকে। তবুও একশ্রেণীর কতিপয় গোষ্ঠী প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছে।আমরা ছাত্রলীগের কর্মীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগ সব সময় দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে কাজ করেছে এবং কাজ করে যাবে। কোন অপশক্তিকেই আমরা বিভ্রান্তি ছড়াতে দেব না। আশাকরি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই দোষীদের আইনের আওতায় আনবেন।

এদিকে দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, আমি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি আশা করি দ্রুতই আসামিদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads