• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯
উল্লাপাড়ায় পোকা শনাক্তকরণে আলোক ফাঁদ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

উল্লাপাড়ায় পোকা শনাক্তকরণে আলোক ফাঁদ

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০২০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোক ফাঁদের মাধ্যমে ফসলের বন্ধু ও শত্রু পোকা শনাক্তকরণে কৃষি বিভাগ থেকে মাঠে নামা হয়েছে। উপজেলার ৩৮টি এলাকার ফসলি মাঠে সপ্তাহে একদিন সোমবার রাতের বেলায় কৃষকদের উপস্থিতিতে এ পোকা শনাক্ত করা হচ্ছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীকোলা মাঠে কৃষকদের উপস্থিতিতে আলোক ফাঁদের মাধ্যমে পোকা শনাক্তকরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুবর্না ইয়াসমিন সুমী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আজমল হক প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমিন সুমী বলেন, কৃষকদের উপস্থিতিতে আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর ও উপকারী পোকা শনাক্ত করে দেয়া হচ্ছে। গত তিন সপ্তাহ হলো মাঠ পর্যায়ে এ কার্যক্রম চলছে।

কৃষকদেরকে ফসলের আবাদে ক্ষতিকর কীটনাশক ব্যবহাওে আগ্রহ কমিয়ে এনে পাচিং সহ বিভিন্ন পদ্ধতিতে পোকা নিধনে উৎসাহ দেয়া হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads