• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
আত্রাইয়ে দুর্গা পূজায় স্বাস্থ্যবিধি পালনে নির্দেশনা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আত্রাইয়ে দুর্গা পূজায় স্বাস্থ্যবিধি পালনে নির্দেশনা

  • আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০২০

নওগাঁর আত্রাইয়ে দুর্গা পূজায় স্বাস্থ্যবিধি পালনে কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় আসন্ন সারদীয় দুর্গা পূজায় সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে উপদাপনে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, নাজমুল হক নাদিম, উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সত্যেন চক্রবর্তী, সম্পাদক বরুন কুমার সরকার, যুগ্ম-সম্পাদক সাংবাদিক তপন কুমার সরকার, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দত্ত,আনছার ভিডিপি অফিসার আমিনুল হক,এজিএম ফিরোজ জামান, এসআই হরেন্দ্রনাথ সরকার, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে মন্দির কমিটির সভাপতির হাতে বরাদ্দের চালের ডিও তুলে দেওয়া হয়।

সভায় উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads