• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
ভুট্টার আড়ালে ফেনসিডিল পাচার, গ্রেপ্তার ২

দিনাজপুরের ঘোড়াঘাটে ২৫০ বোতল ফেনসিডিল সহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভুট্টার আড়ালে ফেনসিডিল পাচার, গ্রেপ্তার ২

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ অক্টোবর ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টা বোঝাই ট্রাকের আড়ালে ২০৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল পাচার কালে ২জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহ‍ৃত ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৬২৩৯) জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া গ্রামের হাসান আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪২) এবং অপরজন বরিশাল জেলার বিমানবন্দর উপজেলার কলাভিমা গ্রামের আব্দুল লতিফ হাওলাদারের ছেলে মিলন হোসেন (২২)।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার সময় এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে এস মোজাফ্ফর ও এএসআই সারোয়ার সঙ্গীয় ফোর্স সহ দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিশন মোড় বাজার এলাকায় চেক পোষ্ট স্থাপন করেন। এ সময় ভুট্টা বোঝাই ঢাকাগামী ট্রাকটিতে তল্লাশি চালালে ভুট্টার ভিতর লুকায়িত অবস্থায় থাকা ২০৫ বোতল ফেনসিডিল জব্দ করেন তারা।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, মাদকের চালানটি রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা গভীর রাতে চেকপোস্ট বসিয়ে তা জব্দ করি। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা রজু করে দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads