• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
পাঁচবিবিতে ঝুঁকিপূর্ণ ভবনে বিএমডিএ অফিস

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পাঁচবিবিতে ঝুঁকিপূর্ণ ভবনে বিএমডিএ অফিস

  • পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ অক্টোবর ২০২০

জয়পুরহাটের পাঁচবিবির বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত ঝুঁকিপূর্ণ ভবনে অফিস করছেন।

জানা যায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অফিসের জন্য ১৯৭৫ সালের দিকে দোতলা ভবনটি নির্মাণ করা হয়েছিল। এ ভবনের উপর তলায় বিএডিসি ও বিএমডিএ কর্মকর্তা-কর্মচারীদের অফিস। উপজেলা বিএডিসি ও বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়েই অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দেখা যায়, অফিসটির বিভিন্ন স্থানে ফাঁটল ধরেছে, কোথাও ইট সুড়কি খসে পড়েছে, ভবনটিতে কত বছর আগে যে রং করা হয়েছে বলা মুশকিল। বর্ষার পানি ছাদ ও দেয়াল বেয়ে পরে একেবারে শেওলা ধরেছে।

বিএমডিএর জেলা নির্বাহী প্রকৌশলী আল-মামুনুর রশীদ বলেন, উপজেলায় ৮১টি গভীর ডিপ টিউবয়েলের মাধ্যমে কৃষকের হাজার হাজার একর জমিতে পানি সরবরাহ করা হয়। অপরদিকে যেসব এলাকার পানির স্তর অতি গভীরে এমন এলাকায় পাইপ লাইনের মাধ্যমে ১১টি গভীর ডিপ থেকে শত শত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সুপেয় খাবার পানি সরবরাহ করা সহ (সোলার) সৌর বিদ্যুৎ চালিত ৫টি পাতকুয়া স্থাপন করে রবি শস্যের জমিতে পানি দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, বর্ষার পানিতে দেওয়াল ও ছাদ বয়ে অফিসের প্রয়োজনীয় কাগজপত্র ভিজে নষ্ট হয়।

বিএডিসির কর্মকর্তা ফিরোজ আলম বলেন, ভবনটি মেরামতের জন্য কর্তৃপক্ষকে অনেক আগে জানানো হলেও আজও কাজের কাজ হয়নি।

উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না বলেন, বিষযটি লিখিতভাবে উপরে জানানো হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads