• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
আখাউড়ায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়ায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ অক্টোবর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে রেলওয়ে সম্পত্তিতে অবৈধভাবে থাকা দোকানপাট, বসতঘরসহ স্থাপনা উচ্ছেদ করা হয়।

দুদিনব্যাপী চলা অভিযান আজ বৃহস্পতিবার বিকালে শেষ হয়েছে। গত দুদিনে অন্তত ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয় বলে সংশ্লিষ্ট লোকজন এ তথ্য জানিয়েছে।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেললাইন প্রকল্প পরিচালক মো. রমজান আলী।

এসময় রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী, রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্ট রেলওয়ের লোকজন উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেললাইন প্রকল্প পরিচালক মো. রমজান আলী বলেন ঢাকা-চট্রগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম রেলপথে ডাবল লাইন নির্মাণের কাজ চলছে। কিন্তু আখাউড়া রেল জংশন এলাকায় রেলওয়ের লিজকৃত জায়গা ক্ষতিপূরণ নিয়েও রেলওয়ের জায়গা ছাড়ছে না অনেক লিজ গ্রহীতারা।

তাই আখাউড়া -লাকসাম রেলপথ নির্মাণ প্রকল্প কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাকা, আধা পাকা,দোকানপাট,বসতঘর গুড়িয়ে দেওয়া হয়। রেলপথ প্রকল্প বাস্তবায়নে এটি আমাদের নিয়মিত অভিযান। অবৈধ স্থাপনা উচ্ছেদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads