• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
কেরানীগঞ্জের আগানগর পরিষদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জের আগানগর পরিষদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০২০

ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন পরিষদের মূল ফটক থেকে একটি গ্ল্যামার মোটরসাইকেল চুরি হয়েছে। যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-হ 506 959, ইঞ্জিন নম্বর- JA06EJHGG02049, চেসিস নাম্বার- PS1JAS091HGJ00535।

আজ সোমবার বেলা ১২টায় মোটরসাইকেলটি চুরি হওয়ার পর মালিক মো. আপন মাহমুদ এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গাড়ি মালিক মোহাম্মদ আপন মাহমুদ জানায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানার আইন্তা পশ্চিম পাড়া এলাকা থেকে জমি সংক্রান্ত কাজের জন্য আগানগর ইউনিয়ন পরিষদের তফসিল অফিসে আসি। কাজ শেষ করে ১২.০৫ মিনিটে ইউনিয়ন পরিষদের তফসিল অফিস থেকে বের হয়ে দেখতে পাই আমার লাল কালো রং এর গ্লামার গাড়িটা আর নেই। অনেক খোঁজাখুঁজি করেও গাড়িটি না পেয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিষয়টি জানিয়েছি। কেরানীগঞ্জ দক্ষিণ থানার উপ পুলিশ পরিদর্শক, সঞ্জয় কুমার মোটরসাইকেল চুরির ঘটনাটি তদন্ত করছেন।

এ ব্যাপারে কেরানীগঞ্জ দক্ষিণ থানার উপ-পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার সাথে কথা বলে জানা যায়, আপন নামের এক ভুক্তভোগীর গাড়ি চুরির বিষয়ে অভিযোগটি হাতে পেয়েছি। চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করে চোর চক্র কে আটকের চেষ্টা চালছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads