• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০২০

বাগেরহাটের শরণখোলায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনের সকাল ৯টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। এই ভোট গ্রহন চলবে টানা বিকাল ৫টা পর্যন্ত। সকাল থেকেই মহিলা ও পুরুষ ভোটাররা সামাজিক দুরত্ব বজায় রেখে সারিবদ্ধ ভাবে লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রার্থীরা তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন।

উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মতিয়ার রহমান খান ধানের শীষ এবং জাতীয় পার্টি প্রার্থী এ্যাডঃ শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস জানায়, শরণখোলা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা  ৮৯ হাজার ৩৩৭ জন। এর মধ্যে প‍ুরুষ ভোটার ৪৪ হাজার ৬০২ এবং নারী ৪৪ হাজার ৭৩৫ জন। আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলার চারটি ইউনিয়নে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যসহ চারজন নির্বাহী ম্যাজিট্রেটের মোতায়েন করা হয়েছে।

গত ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মৃত্যুবরণ করলে ১৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ২০ অক্টোবর এ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads