• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
পূর্বধলায় উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক বিজয়ী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পূর্বধলায় উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক বিজয়ী

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০২০

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের শূন্য আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক (চশমা) ৩ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী রেজুয়ানুর রহমান (রজনী গন্ধা) পেয়েছেন ২ হাজার ৮শ ৪৯ ভোট।

উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছে।

অন্য প্রার্থীদের মধ্যে আ”লীগ মনোনীত প্রার্থী আব্দুল হালিম খান (নৌকা) ২ হাজার ৪শ ৩৪, রতন চন্দ্র সিংহ (ঘোড়া) ১ হাজার ৭শ ৩৯, এনামূল হক (অটো রিকসা) ৯শ ৭২, তারা মিয়া (আনারস) ৯শ ৫৩, হারুন অর রশিদ (টেলিফোন) ৮শ ৩৬, এলামুল হক (দুটি পাতা) ৪শ ৫২, আব্দুল আওয়াল (টেবিল ফ্যান) ৩শ ৪৩, আলতাব হোসেন (ঢোল) ১শ ৫১, এবং মাহমুদুল হাছান শিপন (মোটর সাইকেল) ১শ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে ৩৮টি গ্রামের মোট ভোটার ২১হাজার ৯শত ২৫জন। পুরুষ ভোটার ১১ হাজার ৩শত ৫০জন ও মহিলা ভোটার ১০হাজার ৬শত ৫জন।

মঙ্গলবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলে। সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে।

দত্তকুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবৈধ ভাবে প্রবেশের দায়ে দুই বহিরাগতকে আটক করে পুলিশ। এছাড়া দুপুরে দেবকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে আ”লীগ মনোনীত প্রার্থী আব্দুল হালিম (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী তারা মিয়ার (আনারস) সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দুই পক্ষের মাঝে সংঘর্ষে বাধে। এ সময় নৌকার সমর্থক পলাশ খান হারুন মিয়া ও শান্ত মিয়া আহত হন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিজিবি ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ছাড়া আর কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে করতে ৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে ১ প্লাটুন বিজিবি পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতয়েন ছিল।

উল্লেখ্য, গত ৩ মে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমীন খান মারা গেলে এ পদটি শূন্য হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads