• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
দোহারে ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনের দণ্ড

সংগৃহীত ছবি

সারা দেশ

দোহারে ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনের দণ্ড

  • দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ অক্টোবর ২০২০

ঢাকার দোহার উপজেলায় নিষিদ্ধ সময়ে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক দণ্ড প্রদান করেছে। ইলিশ মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয় এবং প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টা থেকে শুক্রবার সকাল ৭ টা পর্যন্ত পদ্মানদীর দোহার অংশে মধুরচর চৌকদার বাড়ি এলাকায় মা ইলিশ রক্ষায় দোহার উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদ এ অভিযান পরিচালনা করেন। এসময় ৫ জন অপেশাদার জেলেকে হাতেনাতে আটক করা হয় এবং ইলিশ মাছ জব্দ করা হয়ও বিভিন্ন বাড়ি থেকে আনুমানিক প্রায় ১ লাখ মিটার কারেন্টজাল জব্দ করে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ আটককৃত ৪ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জনকে ৫ হাজার টাকা আর্থিক দণ্ড প্রদান করে। জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত পদ্মানদীর দোহার অংশে মা ইলিশ রক্ষায় দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন। এসময় ৫ জন অপেশাদার জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ আটককৃত ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক দণ্ড প্রদান করে।

এ সময়ে দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা, র‌্যাব-১১, দোহার থানা পুলিশ ও দোহার নৌ পুলিশ অভিযানে সহযোগীতা করেন।

দোহার উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদ বলেন, মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads