• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে সখীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে সখীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ নভেম্বর ২০২০

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ইসলাম অবমাননা করার প্রতিবাদে টাঙ্গাইলের সখীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

আজ সোমবার বিকেলে উপজেলার বড়চওনা বাজারে কাকড়াজান ও কালিয়া কওমী ওলামা এবং ইমাম মোয়জ্জিন পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন সংগঠন ব্যানার ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেয়।

বিক্ষোভ মিছিলটি বড়চওনা বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত মাষ্টার, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার লাল, উপজেলা কওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্যবসায়ী আবদুস সাত্তার হোসেন, কাকড়াজান ইউনিয়ন কওমী ওলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এ সময় বক্তারা বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র করার তীব্র প্রতিবাদ ও সকল মুসলমানকে ফ্রান্সের পণ্য বর্জনের দাবী জানান। বিক্ষোভ মিছিলে উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মুসলমান অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads