• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
কবে সেতু হবে?

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কবে সেতু হবে?

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০২০

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ২০০ পরিবারের যাতায়তের ভরসা হচ্ছে বাঁশের সাঁকো। উপজেলার ধীপুর ইউনিয়নে সরকারি খালের উপর পারিবারিকভাবে অস্থায়ী নির্মিত মোল্লাবাড়ী বাঁশের সাঁকোটি দিয়ে প্রতিনিয়ত বৃদ্ধ সহ ছোট ছোট শিশুরা ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।

বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, ঝুকিপূর্ণ সাঁকোটি দিয়ে পারাপার হচ্ছে ওই অঞ্চলের বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা জসিম শেখ জানান, ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোটি কারো চোখে পড়ে না। ভোটের আগে বহু স্থানীয় ইউপি চেয়ারম্যানরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েও বিজয়ের পরে আর কথা রাখেনি। সরকারের ডিজিটাল বাংলাদেশে এখনও এ অঞ্চলের বাসিন্দাদের কে এনালগই করে রাখা হয়েছে। কেন এ গ্রামের বাসিন্দাদের সাথে এমন আচরন? তা আমরা কেউ জানি না।

এ বিষয়ে ধীপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো: আক্তার হোসেন মোল্লা জানান,  সেতুটি নির্মাণের প্রস্তাব পাঠানো হবে।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু জানান, সরজমিনে গিয়ে পরিদর্শন করে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads