• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
চাটমোহরে স্বেচ্ছা শ্রমে বড়াল নদের কাঠের সেতু সংস্কার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চাটমোহরে স্বেচ্ছা শ্রমে বড়াল নদের কাঠের সেতু সংস্কার

  • চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০২০

পাবনার চাটমোহর পৌর সদরের নতুন বাজার খেয়াঘাট এলাকায় বড়াল নদের উপর প্রায় তিন বছর আগে নির্মিত কাঠের সেতুটি আজ বৃহস্পতিবার স্বেচ্ছা শ্রমে সংস্কার করেছে এলাকাবাসী। উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া, বোঁথর, দোদারিয়া, নটাবাড়িয়া, চরসেনগ্রাম, গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া, বিষিপাড়া, জাবরকোল, পৈলানপুরসহ পৌর সদরের হাজার হাজার মানুষ প্রতিদিন এ সেতুর উপর দিয়ে চলাচল করে। মানুষের পাশাপাশি সিএনজি, বোরাক, অটোভ্যান, ভ্যান, মোটরসাইকেলসহ ছোট খাট যানবাহনও চলাচল করে এ কাঠের সেতুর উপর দিয়ে।

কুমারগাড়া গ্রামের গোপাল হালদার ভুটু জানান, এ কাঠের সেতুর জায়গায় মাটির বাঁধ ছিল। বড়াল নদ প্রবাহমান করতে প্রায় তিন বছর পূর্বে সরকার এ বাঁধ অপসারণ করে। সে সময় এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের সহায়তায় কাঁঠের সেতু নির্মাণ করেন। এরপর সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পরলে আমরা এলাকাবাসী নিজেরা চাঁদা তুলে তিন চার বার সেতুটি সংস্কার করেছে।
এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে এখানে একটি সেতু নির্মাণের জোর দাবী জানাচ্ছি।

কুমারগাড়া গ্রামের মনসুর আলী প্রাং এবং হাবিবুর রহমান জানান, এলাকার দোকানদার, এলাকাবাসী ও যানবাহন চালকেরা চাঁদা তুলে প্রায় ৮ হাজার টাকা খরচ করে সেতুটি সংস্কার করেছে। এ স্থানে আমরা একটি সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা প্রকৌশলী রাজু আহম্মেদ জানান, নতুন বাজার খেয়াঘাটের কাঠের সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের অনুমোদন পেয়েছি। খুব শীঘ্রই কাজ শুরু হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads