• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
দিনাজপুরে গৃহবধূকে গাছে বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দিনাজপুরে গৃহবধূকে গাছে বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০২০

দিনাজপুর সদর উপজেলার পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে এক গৃহবধূকে গাছের সাথে বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই গৃহবধূকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত নিজ বাসার সামনে গৃহবধূকে সন্ত্রাসীরা এই নির্যাতন করেন।

নির্যাতিত ওই গৃহবধূ হলেন দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের শিবপুর গ্রামে হানিফ মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৩৭)। মঙ্গলবার রাতে নির্যাতিত ওই গৃহবধূকে এলাকাবাসী দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিতার স্বামী হানিফ মিয়া জানান, আমি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক ইটভাটায় কর্মচারীর কাজ করি। আমি বাসায় থাকতে পারি না। দীর্ঘদিন ধরে কথিত পুলিশের সোর্স পরিচয় দানকারী লাবু ভুইয়া আমার স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল।

প্রতিবেশী রাবেয়া খাতুন ও হেলাল উদ্দিন জানান, স্বামী বাসায় না থাকায় চলতি বছরের মার্স মাসে লাবু নির্যাতিতা কুলসুম বেগমের ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে লাবু পালিয়ে যায়। পরে কুলসুম বেগম বাদী হয়ে লাবুকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।

নির্যাতিতা গৃহবধূ জানান, মঙ্গলবার দুপুর ৩টায় লাবু ভুইয়া ও তার সহযোগী মধু ভুইয়া, আশরাফ আলী, জাহিদুল ইসলাম, হযরত আলী, মোবারক হোসেন, মোজাম্মেল হোসেন, মোশাররফ হোসেন ও তুষার হোসেন আমার ঘরে প্রবেশ করে আমাকে পূর্বের মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়। আমি এর প্রতিবাদ করলে তারা আমাকে আমার বাসার সামনের গাছের সাথে বেধে মারধর করে। মারধর করার সময় তারা আমার মাথা চুল কেটে দেয়।

এলাকাবাসীর পক্ষ থেকে কোতয়ালী থানায় খবর দেয়া হলে সন্ধ্যায় কোতয়ালী থানার এএসআই সাব্বির ঘটনাস্থলে এসে গাছের সাথে বাধা অবস্থা থেকে ছাড়িয়ে দিয়ে চলে আসেন। এলাকাবাসী রাতে আমাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

দিনাজপুর কোতয়ারী থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মাহবুবুবর রহমান সরকার জানান, এখন পর্যন্ত নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। তবে অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads