• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বগুড়ায় বালু দস্যু ফরিদ মোল্লাসহ ৬ আসামিকে জেল হাজতে প্রেরণ

  • তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ নভেম্বর ২০২০

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ফরিদ মোল্লা (৬০) সহ ওয়ারেন্ট ভুক্ত ৬ আসামি কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বহাইল ইউনিয়নের বাহাইল ইউনিয়নের আওলাকান্দি এলাকার কালিয়ান পাড়া গ্রামের মরহুম ইসহাক মোল্লার ছেলে ফরিদ মোল্লা সহ বোহাইল ইউনিয়নের চর মাঝিরা এলাকা থেকে অপর একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি নুরু আকন্দের ছেলে শহিদ মিয়া এবং রশিদ মিয়া, মহির উদ্দিনের ছেলে সোনা মন্ডল, রেজাউল মন্ডল এবং মাদক মামলার আসামি সারিয়াকান্দি পৌর কুঠিবাড়ী এলাকার মরহুম বাহার উদ্দিনের ছেলে লিটন মিয়াকে অভিযান চালিয়ে গ্রেপ্তার পুর্বক আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads