• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
দাগনভূঞায় গণমাধ্যমকর্মীদের দুই দিনব্যাপী অনলাইন কর্মশালা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

দাগনভূঞায় গণমাধ্যমকর্মীদের দুই দিনব্যাপী অনলাইন কর্মশালা অনুষ্ঠিত

  • দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০২০

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ব্রিটিশ কাউন্সিল ও মন্ত্রিপরিষদ বিভাগ এর যৌথ উদ্যোগে দাগনভূঞায় গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক অনলাইনে দুই দিনব্যাপী কর্মশালা গতকাল শনিবার শেষ হয়েছে।

অনলাইন কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব আয়েশা আক্তার, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. গোলাম ফারুক, উপ-সচিব মো. মখলেছুর রহমান, জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউটের উপ-পরিচালক (চলচ্চিত্র প্রশি.) মো. সোহেল পারভেজ, চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মাসরুর জামান প্রমুখ। সাংবাদিকদের পক্ষে এতে বক্তব্য রাখেন আর টিভির ফেনী জেলা প্রতিনিধি আজাদ মালদার,দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমাম হোসেন এমাম ।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সকালে অনলাইন কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম।

এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন। 

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান। এছাড়া আর্মেনিয়া থেকে যুক্ত ছিলেন পিফোরডি প্রকল্পের টিম লীডার আর্সেন স্টেফেনিয়ন। কর্মশালায় সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনা করেন জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. মুনজুরুল আলম, কর্মশালা পরিচালক মো. আবুজার গাফফারী, উপ-পরিচালক  (বেতার অনু. প্রশি.) কর্মশালা সমন্বয়ক মো. আবদুল মান্নান, সহকারী পরিচালক প্রদীপ কুমার ঢালী, জেলা তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

পরে শনিবার বিকালে কর্মশালায় অংশগ্রহণকারীদের উপজেলা অফিসার্স ক্লাবে সনদপত্র বিতরণ করেন অতিথিরা। কর্মশালায় উপজেলার ২৫ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads