• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
নাঙ্গলকোট পৌরসভায় উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নাঙ্গলকোট পৌরসভায় উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নাঙ্গলকোর্ট (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০২০

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভায় উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় পৌর সদরের ৭নং ওয়ার্ড মান্দ্রা, মেন্দ্রা ও জোড়পুকুরিয়া গ্রামের সকল পেশার মানুষদের নিয়ে মান্দ্রা ঈদগা মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আলহাজ্ব আবুল হাশেমের সভাপতিত্ত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুল মালেক ও প্রধান বক্তা নাঙ্গলকোট সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল্লাহ মজজুমদার।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর সেলিম জাহাঙ্গীর মজুমদার, আলহাজ্ব মাস্টার ফখরুল ইসলাম, পৌর কাউন্সিলর ছাদেক হোসেন, আলাউদ্দিন, মহিন উদ্দিন মিয়াজি, আবু তাহের বিএসসি, মাস্টার ফখরুল ইসলাম, মাওলানা সামছুজ্জামান, ইব্রাহিম খলিল, মোঃ বেলায়েত হোসেন বেল্লাল ও আলহাজ্ব আবুল কালাম আজাদ প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জামাল হোসেন সোহাগ।

সভায় মেয়র আব্দুল মালেক বলেন, এ ওয়ার্ডে রাস্তাঘাট, প‍ুল-কালভার্ট ও গার্ডওয়ালসহ প্রায় ৭ কোটি টাকার কাজ হয়েছে। বর্তমানে আপনাদের বাড়ির কয়েকটি রাস্তা কাজ করার বাঁকি রয়েছে। তাও করে দেয়া হবে। এ সকল উন্নয়ন কাজ করা সম্ভব হয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপির ও উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালুর জন্য। আগামী পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে আরো ভালো কাজ করবো। আমি কোন দুর্নীতি করিনি। কেউ যাদি প্রমাণ দিতে পারেন মেয়র পদ ছেড়ে দিবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads