• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
মুন্সীগঞ্জে বিনামূল্যে সেলাই মেশিন ও অটোরিকশা বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মুন্সীগঞ্জে বিনামূল্যে সেলাই মেশিন ও অটোরিকশা বিতরণ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১০ নভেম্বর ২০২০

মুন্সীগঞ্জে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাস্টের  উদ্যোগে ও অর্থায়নে দরিদ্র,অসহায় ও কর্মহীন নারী পুরুষের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও অটোরিকশা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলার মিরকাদিম পৌরসভার গোয়ালঘূর্ণি এলাকায় নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাস্ট প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন নারী ও পুরুষের মাঝে ৩০টি সেলাই মেশিন এবং ৩০টি মিশুক (অটোরিকশা) বিতরণ করা হয়। আলহাজ্ব নূর মোহাম্মদ ব্যক্তিগত অর্থায়নে রামপাল মালিগাও কাজিবাড়ি বায়তুল আমান জামে মসজিদে ১ লাখ টাকা প্রদান করেন।

এ সময় আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, বিশেষ অতিথি পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, সম্মানিত অতিথি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও যমুনা ব্যাংক মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদ, ডি এন ডি নূর মোহাম্মদ, এস ই ভিপি মো. শহিদুল্লাহ, এফবিসিসিআই ডিরেক্টর কোহিনূর ইসলাম,কমান্ডার মিরকাদিম পৌর কমান্ড খন্দকার দেলোয়ার হোসেন মিলন ছাড়াও যমুনা ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকায় সম্মানীয় ব্যক্তিরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads