• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
ইউনিয়ন মাদকমুক্ত করতে চাঁদপুরে র‌্যালি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ইউনিয়ন মাদকমুক্ত করতে চাঁদপুরে র‌্যালি

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১০ নভেম্বর ২০২০

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নকে মাদকমুক্ত করতে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ এর পক্ষে থকে র‌্যালীরি আয়োজন করা হয়। পরিষদ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে স্থানীয় সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার রাড়ী।

মাদকমুক্তকরার এ আন্দোলনে স্থানীয় উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, জেলে, ব্যবসায়ী, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশগ্রহন করেন।

মেঘনা পাড়ের এই ইউনিয়নের যুবকদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য এবং সচেতন করার লক্ষ্যে র‌্যালীর আয়োজন করা হয়েছে জানান ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads