• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
ভাঙ্গারির দোকানে মিলল মর্টার শেল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভাঙ্গারির দোকানে মিলল মর্টার শেল

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীনতা যুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের নারায়নপুর বাইপাস এলাকায় আলমগীর মিয়ার ভাংগারীর দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। ওই মর্টার শেলটির ওজন রয়েছে ৩৫ কেজি উচ্চতা ২৬ ইঞ্চি। বর্তমানে মর্টার শেলটি তার দোকানে ড্রাম ভর্তি পানির নিচে রাখা আছে। ইতোমধ্যে নিরাপত্তা বাহিনীর মাইন বিশেষজ্ঞ দলের সদস্যদেরকে খবর দেওয়া হয়েছে। তারা মর্টার শেলটি পরীক্ষা নিরিক্ষা করবেন বলে পুলিশ জানিয়েছে।

দোকানের মালিক আলমগীর মিয়া জানায়, গত মঙ্গলবার বিকালে আখাউড়া-লাকসাম রেলপথ উন্নয়নের কাজের তমা কোম্পানির এক শ্রমিক পুরাতন কিছু রডসহ মর্টার শেলটি বিক্রির জন্য নিয়ে আসেন । এ সময় তার দোকানের এক কর্মচারী ওইগুলো কিনে রাখেন। সকালে এটি দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ প্রশাসন বিষয়টি জানতে পেরে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ পানিতে ডুবিয়ে রাখেন। ধারণা করা হচ্ছে, শেলটি বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় ফেলে রাখা হয়। তবে মর্টার শেলটি নিস্ক্রিয় কি না তা আপাতত বলা যাচ্ছে না।

আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মো. রসুল আহমদ নিজামী বলেন মর্টার শেলটি খুবই পুরাতন এবং পরিত্যক্ত। মর্টার শেলটি পরীক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই জানা যাবে এটি সক্রিয় কিনা। বর্তমানে শেলটি নিরাপদ স্থানে ড্রামবর্তী পানিতে রাখা আছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads