• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
জাহাজ শিল্পে বিনিয়োগের আহবান নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

জাহাজ শিল্পে বিনিয়োগের আহবান নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০২০

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেছেন, বাংলাদেশে জাহাজ শিল্পে নতুনভাবে বাজার তৈরি হয়েছে, শুধু জাতীয় না আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে চাই। সে লক্ষ্যে আমরা কাজ করছি, শিল্প মন্ত্রণালয়ের  সাথে আমাদের কথা-বার্তা চলছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। তাই জাহাজ শিল্পে যদি বেসরকারি উদ্যোক্তা যাত্রী সেবায় বিনিয়োগ করতে চায় আমরা স্বাগত জানাবো। 

আজ দুপুরে হাইস্পিড শিপবিডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোঃ লিঃ এ ফেরি কুঞ্জলতা এবং ফেরি কদম, বিআইডব্লিউটিসি এর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে স্বপ্নের পদ্মার সেতু সাথে ফেরি দু’টি সংযোগ করা হবে। ফেরি দুটি তৈরিতে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৫০ লাখ টাকা, যা ১৮ এপ্রিল ২০২১ সালের মধ্যে হস্তান্তর করা হবে। বর্তমান সময় পর্যন্ত ফেরির কাজ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন নৌ-পরিবহন মন্ত্রনালয়।

এ সময় উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(উন্নয়ন) ভোলা নাথ দে, বিআইডব্লিউটিসি এর চেয়ারম্যান খাজা মিয়া, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ আরো অনেকে। হাইস্পীড কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছান্তে ছিলেন, ফারজানা রহমান আমেনা ( ব্যবস্থাপনা পরিচালক, শিপবিডিং এন্ড ইঞ্জিনিয়ারিং কোঃ লিঃ) এবং কে.জেড সিদ্দিকী ( পরিচালক, শিপবিডিং এন্ড ইঞ্জিনিয়ারিং কোঃ লিঃ) প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads