• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
মৌলভীবাজারে বেশি দামে আলু বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মৌলভীবাজারে বেশি দামে আলু বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০২০

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আজ মৌলভীবাজারে বেশি দামে আলু বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা আইনে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে এবং র‌্যাব-৯ ফোর্স এর সহযোগিতায়  গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমবাজার, বেরির পাড়, বাজার পয়েন্ট, সিলেট রোড, কুদরত উল্লা রোডসহ  বিভিন্ন জায়গায় আলুর দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। 

সহকারি পরিচালক আল আমিন জানান, অভিযানে নির্ধারিত মূল্য থেকে অধিক দামে আলু বিক্রয় করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। 

সহকারি পরিচালক আল আমিন বলেন, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাকসবজি, কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্যপণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads