• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
কাঠালিয়ায় পদবী ও গ্রেড উন্নীতকরণের দাবিতে কালেক্টর সহকারিদের কর্মবিরতি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কাঠালিয়ায় পদবী ও গ্রেড উন্নীতকরণের দাবিতে কালেক্টর সহকারিদের কর্মবিরতি

  • কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ নভেম্বর ২০২০

ঝালকাঠির কাঠালিয়ায় পদবী ও গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করছে উপজেলা প্রশাসন ও সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীরা (গ্রেড ১১-১৬)।

রবিবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি কাঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে। এসময় বক্তব্য রাখেন ইউএনও অফিসের সিএ কাম ইউডিএ মো. আবদুল জলিল, সার্ট মুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর মো. মাইনুল রহমান, অফিস সহকারি (সার্টিফিকেট) মো. মজিবুর রহমান, অফিস সহকারি (ভূমি) সৈয়দ হোসেন সুমন, নাজির কাম ক্যাশিয়ার মো. মাইনুল হোসেন ও সার্টিফিকেট কাম পেশকার মো. আসাদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির (বাকাসস) বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসনের কার্যালয়, উপজেলা প্রশাসনের কার্যালয় ও সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত কর্মচারীরা ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালনের ডাক দেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads