• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
মাধবকুণ্ড ইকো-পার্কে সজারু হত্যা, ৯ জনের জেল-জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মাধবকুণ্ড ইকো-পার্কে সজারু হত্যা, ৯ জনের জেল-জরিমানা

  • আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • প্রকাশিত ১৫ নভেম্বর ২০২০

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড ইকো-পার্কে একটি সজারু হত্যার অপরাধে ৯ জনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলে অবস্থিত মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ কার্যালয়ের সহকারি বন সংরক্ষক মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বন বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে মাধবকুণ্ড ইকো-পার্কের ভেতর সজারু হত্যার খবর পেয়ে তিনি বনরক্ষীদের নিয়ে ৯ ব্যক্তিকে আটক করেন।

খবর পেয়ে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ও পুলিশের একটি টিম রাত ৮টার দিকে ঘটনাস্থলে যান। পরে ভ্রাম্যমান আদালত ঘটনার সত্যতা পাওয়ায় দুইজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অপর ৭ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৭০ হাজার টাকা জরিমানা করেন।

কারাদণ্ড প্রাপ্তদের রাতেই কারাগারে পাঠানো হয় বলে জানান রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads