• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
সাতক্ষীরার কৈখালী ইউপি চেয়ারম্যানকে গুলি-চাপাতির আঘাত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাতক্ষীরার কৈখালী ইউপি চেয়ারম্যানকে গুলি-চাপাতির আঘাত

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ নভেম্বর ২০২০

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সন্ত্রাসী হামলায় গুরতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইউপি চত্বরে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।

তিনি জয়াখালী গ্রামের শেখ আবু দাউদ মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শী তার চাচাতো ভাই মামুন জানান, সন্ধ্যার দিকে পরিষদ চত্বরে স্থানীয় জনগণকে নিয়ে কথা বলার সময় ৭-৮টি মোটরসাইকেলে ১০-১২ জন সন্ত্রাসী বোরখা পরে ঘটনাস্থলে যায়। কিছু বুঝে ওঠে আগেই সন্ত্রাসীরা চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি করে। এ সময় গুলি চেয়ারম্যানের মাথার একপাশে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সন্ত্রাসীরা এরপর তাকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়দের চিৎকারে সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে চেয়ারম্যানকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত মেডিকেল অফিসার উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) রেফার করেন।

তবে প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, সন্ধ্যার দিকে চেয়ারম্যানসহ তারা ৩-৪ জন পরিষদ ভবনে ছিলেন। তারা পরিষদের সভাকক্ষে থাকলেও চেয়ারম্যান তার জন্য নির্ধারিত কক্ষে বসে কম্পিউটারে কাজ করছিলেন। ওই সময় ৪-৫ ব্যক্তি বোরকা পরিহিত অবস্থায় এসে দ্রুত চেয়ারম্যানের কক্ষে ঢুকেই তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে।

গুলি লক্ষ্যভ্রষ্ট হলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে চেয়ারম্যানের ওপর চড়াও হয়ে তাকে কোপাতে থাকে। এসময় চেয়ারম্যানের চিৎকারে তারা ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই বোরকা পরিহিত অবস্থায় হামলাকারীরা কক্ষ থেকে দ্রুত বেরিয়ে যায়।

আব্দুল আজিজ আরো জানান, সজ্ঞাহীন চেয়ারম্যানকে তখনই অ্যাম্বুলেন্সযোগে শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক চৌধুরী জানান, মাথা ও মুখে মারাত্মক আঘাতপ্রাপ্ত চেয়ারম্যানকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, হামলার ঘটনার জানার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে আহত চেয়ারম্যানের অবস্থা পর্যবেক্ষণ শেষে ঘটনাস্থলে রওনা দিয়েছে। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads