• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
বিরামপুরে বনের জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ

সংগৃহীত ছবি

সারা দেশ

বিরামপুরে বনের জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ

  • বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০২০

বিরামপুরের চরকাই রেঞ্জের আওতাধীন বন বিভাগের জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রয় এবং পুকুর তৈরী করে ভূ-প্রকৃতির পরিবর্তন ও ক্ষতিসাধণ করার অভিযোগ পাওয়া গেছে।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার পূর্বজগন্নাথ পুর মৌজার ৮২০ ও ৮২১ নং দাগের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ১৯৯৯ সালের ৩)১০৬/৯২/১০৬৩ নং গেজেট ভুক্ত ৩.১১ একর জমি থেকে চরকাই গ্রামের মৃতঃ সফর উদ্দিনের পুত্র আবুল হোসেন কিছু দ‍ুস্কৃতিকারীদের নিয়ে কয়েকদিন যাবৎ অবৈধভাবে মাটি কাটার কাজে লিপ্ত হয়। বিষয়টি চরকাই রেঞ্জ, সামাজিক বনবিভাগ জানতে পেরে আবুলকে মাটি কাঁটতে নিষেধ করা সত্বেও কাজ হয় না হওয়ায় চরকাই বিট কর্মকর্তা মোঃ আব্দুল বারীক বাদী হয়ে বিরামপুর থানায় ১৭ নভেম্বর /২০২০ একটি অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads