• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
আখাউড়ায় চার টিকিট কালোবাজারি আটক

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

আখাউড়ায় চার টিকিট কালোবাজারি আটক

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ নভেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে আন্ত:নগর ট্রেনের টিকিটসহ চার টিকিট কালোবাজারিকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন আন্ত:নগর ট্রেনের ১১১টি টিকিট ও টিকিট বিক্রির ৮হাজার৫শ টাকা উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে রেলওয়ে স্টেশন চত্বরে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা দুবলা গ্রামের মৃত মহরম আলীর ছেলে মিলন মিয়া, শ্যামনগর গ্রামের আবুল খায়ের খলিফার ছেলে স্বপন খলিফা, কুমিল্লা জেলার কোতয়ালী থানার ধর্মপুর গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে মজিবুর ও আখাউড়া থানার রুপনগর গ্রামের বায়েক মিয়ার ছেলে পারভেজ।

র‌্যাব ভৈরব ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকউদ্দিন মোহাম্মদ যোবায়েরের দেওয়া এক প্রেস বিজ্ঞতি থেকে এ তথ্য জানা গেছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেন। এসময় বিভিন্ন আন্ত:নগর ট্রেনের ১১১টি টিকিট ও টিকিট বিক্রির নগদ টাকাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এ স্টেশনে দীর্ঘ দিন ধরে টিকিট কালোবাজারি করে বিক্রি করে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads