• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
করোনার ২য় ঢেউ মোকাবেলায় হালুয়াঘাট উপজেলা প্রশাসনের ক্যাম্পেইন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

করোনার ২য় ঢেউ মোকাবেলায় হালুয়াঘাট উপজেলা প্রশাসনের ক্যাম্পেইন

  • হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ নভেম্বর ২০২০

কোভিট-১৯ সংক্রমণের ২য় বারে মতো করোনা মোকাবেলায় সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় হালুয়াঘাট উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। পরে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। হালুয়াঘাট উপজেলা প্রশাসন এর সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচিতে মাস্ক বিতরণের পূর্বে কোভিট-১৯ সংক্রমণের ২য় বারে মতো করোনার ঢেউ মোকাবেলায় সবার করণীয় কি এই বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম,সহকারী কমিশনার ভূমি তানভীর আহমেদ, হালুয়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম ব্যাগ, পৌরসভার মেয়র খাইরুল আলম ভূঁইয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ সহ, সরকারি বেসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

উক্ত আলোচনা সভা বক্তারা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আরও কঠোর অবস্থানে যাওয়া এবং শারীরিক দূরত্ব বজায় ও সবাই যেন মাস্ক ব্যবহার করে, তা নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষদের এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জন সাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads