• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
পূর্বধলায় উন্মুক্ত দাবা প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন বাঁধন চ্যাম্পিয়ন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পূর্বধলায় উন্মুক্ত দাবা প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন বাঁধন চ্যাম্পিয়ন

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ নভেম্বর ২০২০

মুজিববর্ষে নেত্রকোণার পূর্বধলায় উন্মুক্ত দাবা প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) তরুণ মো. মিজানুর রহমান বাঁধন ঢাবি শিক্ষার্থী মেহেদী হাসান রানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

মুক্তিযোদ্ধা আঃ মোতালেব কম্পিউটার্স’র আয়োজনে উপজেলার নূর-মদিনা শালদিঘা গ্রামে গতকাল শনিবার রাত ৮টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে তার হাতে ট্রফি তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে খোরশেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ হাউজিং’র এমডি আনোয়ার হোসেন। মো. আরিফুজ্জামান ও বেলাল হোসেন খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক তিলক রায় টুলু, মো. জায়েজুল ইসলাম, হাবিবুর রহমান, সুরুজ আলী, মো. সাখাওয়াত হোসেন, ফারাবি হাসান রাফি, তারা মিয়া, রবিকুল, উজ্জ্বল প্রমুখ। খেলায় বিচারক ছিলেন, মো. রফিকুল হাসান আজমী মিথুন ও জাকির আহমেদ খান।

বিজয়ী বাঁধন বলেন, শালদিঘা পাইমারী স্কুলে ৫ম শ্রেণি পর্যন্ত পড়ালেখার সুযোগ হয়েছিল। জীবনে অন্য কোন খেলায় অংশগ্রহন করিনি। আমি সুযোগ পেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে পারবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads