• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
সখীপুরে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ ডিসেম্বর ২০২০

টাঙ্গাইলের সখীপুরে কিডনি ডায়ালাইসিস সেবা চালু হয়েছে। শুক্রবার পৌর শহরে কিডনি এ্যায়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) এর উদ্যোগে এ সেন্টারের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে উপজেলা মিলনায়তনে ‘কিডনি বিকল ভয়াবহ ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। ক্যাম্পস এর সভাপতি ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যাপক ও কিডনি বিভাগের প্রধান ডা. এমএ সামাদের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, উপ-সচিব আমিন শরীফ সুপন, ইউএনও চিত্রা শিকারী, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার প্রমুখ বক্ব্য দেন।

অধ্যাপক ডা. এমএ সামাদ বলেন, দেশে অন্যান্য সেবা কেন্দ্রের চেয়ে কিডনি সেবা কেন্দ্রের সংখ্যা খুবই কম। প্রত্যন্ত এলাকায় কিডনি রোগিদের চিকিৎসা সেবা পৌছে দেয়ার লক্ষ্যেই এ উপজেলা শাখা প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি আরও জানান, শাখাটি চালু হওয়ায় আশেপাশের প্রত্যন্ত গ্রামের মানুষ খুব স্বল্প খরচে এই সেবা নিতে পারবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads