• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
মাদক-বাল্য বিয়ে প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে থাকতে চাই: এএসপি সাবিনা ইয়াসমিন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মাদক-বাল্য বিয়ে প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে থাকতে চাই: এএসপি সাবিনা ইয়াসমিন

  • তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ ডিসেম্বর ২০২০

সিনিয়র সহকারি পুলিশ সুপার (গাবতলী) সার্কেল সাবিনা ইয়াসমিন বলেন, মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতির উপরে সামনে দিকে এগিয়ে যেতে চাই।

আজ সোমবার সকালে সারিয়াকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে জেলা পুলিশের আয়োজনে নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে জন সচেতনতা মূলক আলোচনা সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 এসময় তিনি মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমাজের সকল অপরাধ নির্মূল ও প্রতিরোধ করার জন্য আহ্বান জানান তিনি ।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মুনজিল আলী সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, পুজা উদযাপন পরিষদের সভাপতি চঞ্চল কুমার চক্রবর্তী, প্রেস ক্লাবের সভাপতি আকতারুজ্জামান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহমেদ,এস আই বাবর আলী সুলতান আহমেদ প্রমুখ। এছাড়াও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন এস আই সুফিয়া।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads