• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
কেরানীগঞ্জে ৫ কোটি টাকার খাস জমি উদ্ধার

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

কেরানীগঞ্জে ৫ কোটি টাকার খাস জমি উদ্ধার

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ডিসেম্বর ২০২০

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার নতুন রায়েরচর এলাকার মধ্যের চর মৌজার ১ নং খাস খতিয়ানের ৯০৯ নং দাগে সরকারের ৫৩ শতাংশ খাস জমি উদ্ধার করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। আজ  মঙ্গলবার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জমি উদ্ধার হয়।

স্থানীয় রহমত মিয়া প্লট আকারে জমিগুলো বিক্রি করেছিলেন। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকার বেশি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান সোহেল বলেন,কেরানীগঞ্জ উপজেলার এক ইঞ্চি খাস জমি কোনো প্রভাবশালীর দখলে থাকবে না। একে একে সব উদ্ধার করা হবে। উদ্ধার কাজে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ তাকে সার্বিক সহযোগিতা করে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads