• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
লালমনিরহাটে বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

সংগৃহীত ছবি

সারা দেশ

লালমনিরহাটে বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ডিসেম্বর ২০২০

লালমনিরহাটে সাবালিকা মেয়েকে নাবালিকা সাজিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে স্বামী-শ্বশুরকে পুলিশি হয়রানীর প্রতিবাদে পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মেয়ে। আজ মঙ্গলবার বিকেলে শ্বশুর মাসুম পারভেজের বাস ভবনে অন লাইনে ভিডিও-এর মাধ্যমে এ সংবাদ সম্মেলন করেন তার পুত্রবধু রিফাহ তাসনিয়া সফল।

সরাসরি ভিডিও-এর মাধ্যমে সংবাদ সম্মেলনে রিফাহ তাসনিয়া সফল বলেন, আমার জন্ম সনদ অনুযায়ী বর্তমানে বয়স ১৮ বছর ৯ মাস। ৯ মাস আগেই আমি সাবালিকা হয়েছি এবং আমার পছন্দের মানুষকে নিজ ইচ্ছায় ইসলামী শরীহা মোতাবেক ও নিকাহ রেজিস্ট্রি করে বিয়ে করি। এ বিয়ে উভয় পরিবারের কেউ মেনে না নিলে আমরা স্বামী-স্ত্রী অজানার উদ্দেশে পারি জমাই এবং আমরা নিরাপদ স্থানে সংসার করতে থাকি। কিন্তু আমার বাবা স্থানীয় শেখ শফি উদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান আমার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে সাজানো অপহরণ মামলা দায়ের করেন এবং পুলিশ দিয়ে আমার শশুর বাড়ির লোকজনকে হয়রানি করছেন। আমার শ্বশুর মাসুম পারভেজ লালমনিরহাট জেলার একজন সফল ব্যবসায়ী। বাড়িতে বার বার পুলিশ আসায় আমার শ্বশুর সামাজিকভাবে হেয় হচ্ছেন।

সংবাদ সম্মেলনে রিফাহ তাসনিয়া সফল সফল তার শ্বশুরের সম্মান রক্ষার্থে সাজানো অপহরণ মামলা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং  তার বাবার দায়ের করা সাজানো মামলা প্রত্যাহারের দাবী জানান।

অনলাইন ভিত্তিক এ সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও রিফাহ তাসনিমের শ্বশুরসহ ওই পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads