• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
অটো রিকশায় স্থবির আখাউড়া, বাড়ছে দুর্ঘটনা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

অটো রিকশায় স্থবির আখাউড়া, বাড়ছে দুর্ঘটনা

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ইজিবাইক আর ব্যাটারিচালিত অটো-রিকশা চলাচল আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পৌর এলাকা ধাপিয়ে বেড়াচ্ছে ইজিবাইক আর ব্যাটারি চালিত অটো-রিকশা । কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না তাদের দৌরাত্ম্য। ওই সব যানবহন এখন উপজেলায় আতঙ্কে পরিণত হয়ে উছেঠে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বাড়ছে মৃত্যুর মিছিল। ব্যাটারি চালিত ওই যানবাহনে গত ১০ দিনে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত ও অন্তত ৩০ জনের উপর আহত হয়েছে।

এদিকে গত দুই দিন পূর্বে আখাউড়ার নারায়নপুর বাইপাস সড়কে অটো রিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইলিয়াস চৌধুরী নিহত হয়েছেন। নিহত ইলিয়াস উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের বশির চৌধুরীর ছেলে। এ ঘটনায় আহত হয় আরো একজন।

একই দিন রাধানগর এলাকায় অটো রিকশার ধাক্কায় মোহন মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়। তার বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুলতানপুরে। এ ঘটনার ৫ দিন আগে রাধানগর এলাকায় প্রদীপ সাহার স্ত্রী বিজলী রানী সাহা(৬২) অটো রিকশার ধাক্কায় নিহত হয়। তিনি বাসা থেকে প্রয়োজনীয় কাজ করতে বের হলে অটো রিকশা তাকে ধাক্কা দেয়।

পৌর শহরের সড়ক বাজার, কলেজপাড়া, আখাউড়া-আগরতলা সড়ক সহ বিভিন্ন সড়কে ওইসব যানবাহনের ধাক্কায় অন্ত:ত ৩০ জন আহত হয়েছে। তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

আহত বিজয়নগর উপজেলার রিয়াজ মিয়া বলেন, গত দুদিন আগে প্রয়োজনীয় কাজ করতে আখাউড়ায় তার আসা হয়। উপজেলা পরিষদে কাজ শেষে রিকশা যোগে সড়ক বাজার আসার পথে মায়াবী সিনেমা হলের সামনে অটো রিকশা ধাক্কা দিলে তিনি রিকশা থেকে মাটিতে পড়ে হাত ও পায়ে ব্যাথা পান। একই দিন মসজিদ পাড়া এলাকায় অটো রিকশার ধাক্কায় রিমন নামে এক পথচারী মারাত্বক আহত হয়। সাইকেল চালক মো. জসিম মিয়া বলেন, মোগড়া বাজার থেকে বাই সাইলকেলে আখাউড়া আসার পথে দেবগ্রাম এলাকায় দ্রুত গতিতে আসার একটি অটো রিকশা পিছন থেকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে পায়ে মারাত্বক ব্যাথা পান বলে জানায়।

ব্যবসায়ী আল-আমীন বলেন, ব্যবসার কারনে প্রতিদিনই অটো রিকশায় চলাচল করতে হয়। অটো রিকশায় উঠলে সারাক্ষণ ভয় করে। বাধ্য হয়ে এক স্থান থেকে অন্যস্থানে যাতায়ত করি।

অটো চালক বাদশা মিয়া বলেন, মেশিনের সাহায্যে এই যানবাহনটি চলে। আমরা চাই সব সময় নিয়ন্ত্রনে রেখে চলাচল করতে। কিন্ত ব্রেক কষলে ৪-৫ হাত দুরে গিয়ে দাড়ায়। এতে করে দুর্ঘটনার আশঙ্কা সব সময় থেকে যায়।

আখাউড়া সচেতন উন্নয়ন কমিটির কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মুসলেহ উদ্দিন ভূইয়া বলেন, আখাউড়া একটি ছোট শহর। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যানবাহন চলাচল করছে। বেশীভাগ চালক রয়েছে কিশোর। নেই তাদের কোন প্রশিক্ষণ ও। ফলে দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনা থাকাতে সংশ্লিষ্ট প্রশাসন নজর দেওয়া উচিত।

আখাউড়া থানার অফিসর ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, যেকোন সড়ক দুর্ঘটনায় পুলিশকেই আগে দৌড়াতে হয়। দুর্ঘটনা বন্ধ করতে ব্যাটারি চালিত অটো রিকশার ব্যাপারে সবাই মিলে এখন সিদ্ধান্ত নিতে হবে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে ই আলম বলেন, আইন শৃঙ্খলা মাসিক সভায় অবৈধ যানবাহনসহ ব্যাটারী চালিত অটো রিকশার বিষয়নি নিয়ে আলোচনা করা হবে। দুর্ঘটনা বন্ধে সকলের পরামর্শ নিয়ে আমরা একটি কঠোর সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads