• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
কম্বল ও মাস্ক নিয়ে শীতার্তদের পাশে ‘আলোকশিখা’

দিনাজপুরের ঘোড়াঘাটে শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘আলোকশিখা ফাউন্ডেশন’

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কম্বল ও মাস্ক নিয়ে শীতার্তদের পাশে ‘আলোকশিখা’

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ ডিসেম্বর ২০২০

চলমান শীতের তীব্রতার হাত থেকে রক্ষায় দিনাজপুরের ঘোড়াঘাটে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকশিখা ফাউন্ডেশন’। এছাড়াও দ্বিতীয় ধাপের মহামারী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষায় কম্বলের পাশাপাশি মাস্ক বিতরণ করেছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে ঘোড়াঘাট পৌর এলাকার কে.সি পাইলট স্কুলে প্রায় অর্ধশত শীতার্ত মানুষের মাঝে এই কম্বল ও মাস্ক বিতরণ করে ‘আলোকশিখা’র সদস্যরা।

আলোকশিখার যুগ্ম সাধারণ সম্পাদক আফসানা আক্তার জানান, প্রতি বছরের ন্যায় এই বছরও শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের লক্ষ্য নিয়ে তারা কাজ শুরু করেছে। পুরো শীতকাল জুড়ে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি করোনা ভাইরাসের হাত থেকে মানুষদেরকে সচেতন করতে তারা মাস্ক ও অন্যান্য সামগ্রী বিতরণ করে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মেজবাউল কবির ফুয়াদ, ফিরোজ কবির, আবিদা ইয়াসমিন, উম্মে হানি বিনতে আলী, রাজিব অর্জুন, সিয়াম চৌধুরী, আজিজুর রহমান ও হামিদুর রহমান সহ সংগঠনের সদস্যরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads