• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর ২০২০

র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি মো: ইলিয়াস শেখকে (৩২) গ্রেপ্তার কর‍া হয়েছে।

শনিবার রাতে র‌্যাব-১১ নিজস্ব গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যার রহস্য উদঘাটন করে টঙ্গীবাড়ী উপজেলার মধ্যনেত্রাবতী গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইলিয়াস ওই গ্রামের মৃত আ: শায়েজ শেখের পুত্র।

র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, ২৪শে মে সকালে টঙ্গীবাড়ী উপজেলার চাষিরী গ্রামের আবুল শেখের ছেলে অটোরিক্সা চালক মোঃ সাহাবুদ্দিন (২২) সুবচনী বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। পরে ২৫শে মে সাহাবুদ্দিনের বাবা আবুল শেখ টঙ্গীবাড়ী থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরী করেন। ২৭ মে উপজেলার আড়িয়ল ইউনিয়নের উত্তর কুরমিরা চকে সাহাবুদ্দিনের লাশ পাওয়া যায়। কিন্তু তার ব্যবহৃত মোবাইল ফোন ও অটোরিক্সাটি পাওয়া যায়নি।

পরে ওইদিনই নিহতের বাবা আবুল শেখ অজ্ঞাত নামা আসামি করে থানায় একটি মামলা করেন। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে। পরে ভুক্তভোগীর পরিবার র‌্যাব-১১’র কাছে অভিযোগ দায়ের করলে র‌্যাব-১১ মুন্সীগঞ্জ সিআইডির সাথে আলোচনা করে কাজ শুরু করে। পরে হত্যার প্রধান আসামী ইলিয়াসকে গ্রেপ্তার সহ হত্যাকান্ডে জরিত সাহাবুদ্দিনের ব্যবহার করা মোবাইল ফোন, অটোরিক্সা ও হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং আসামির দেয়া তথ্য অনুযায়ী অপর আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত আসামিকে সিআডির কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads