• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

স্বাধীনতার ৪৯ বছর পর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মানত পূরণ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০২১

স্বাধীনতার ৪৯ বছর পর অবশেষে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের দুই রাকাআত নামাজের মানত পূরণ হলো। গতকাল বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দুই রাকাত নফল নামাজের মাধ্যমে তিনি রনাঙ্গনে থাকা অবস্থায় করা মানত পূরণ করেছেন। বয়সের ভারে ন্যুব্জ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ওরফে হাবিব ভেন্ডার টাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রতিমা বংকী গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার বিকেলে তিনি বাংলাদেশের খবরের এ প্রতিবেদককে মুঠোফোনে জানান, ’৭১ সালে তিনি কাদেরিয়া বাহিনীর সক্রিয় যোদ্ধা ছিলেন। পাথরঘাটা যুদ্ধে পাক হানাদার বাহিনীর সঙ্গে যখন তুমুল গোলাগুলি শুরু হয়; তখনই মনেমনে মানত করি- ‘হে আল্লাহ, এ যুদ্ধে আমরা জয়ী হয়ে সুস্থভাবে ফিরতে পারলে, দেশ স্বাধীন হলে বায়তুল মোকাররম মসজিদে দুই রাকাত নফল নামাজ পড়ব’।

তিনি বলেন, দেশ স্বাধীনের দীর্ঘ ৪৯ বছর পেরিয়ে গেছে, নানা ব্যস্ততায় আমার সেই মানত পূরণ হয়নি। মৃত্যুর আগে আজ (বৃহস্পতিবার) সেই আশা পূরণ করতে পেরে খুব হালকা লাগছে। এখন মরে গেলেও শান্তি পাবো।

তাঁর সিঙ্গাপুর প্রবাসী ছোট ছেলে সেলিম রেজা জানান, বাবা অনেকদিন আগেই তাঁর মানতের কথা আমাদের জানিয়েছিলেন। করোনার কারণে আমি এখন দেশে রয়েছি। তাই বাবার ইচ্ছা পূরণের জন্যে প্রাইভেট কার ভাড়া করে বাবাকে ঢাকা নিয়ে এসেছিলাম। বাবার মানত পূরণ করতে পেরে আমারও মনে শান্তি লাগছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads