• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
আখাউড়ায় বিনামূল্যের বই বিতরণ অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

আখাউড়ায় বিনামূল্যের বই বিতরণ অনুষ্ঠিত

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০২১

সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হচ্ছে।

আজ শুক্রবার সকালে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক, কারিগরি, এবতেদায়ী, দাখিল মাদরাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়।

বছরের প্রথম দিনে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা রং বেরঙ্গের মলাটের নতুন বই হাতে পেয়ে উল্লাস প্রকাশ করে। একই সঙ্গে আনন্দে শামিল হয়েছেন অভিভাবক ও শিক্ষকরা।

এদিকে সকাল ১০টায় পৌর শহরের দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে-এ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আকবর খান, একাডেমিক সুপারভাইজার মো. কফিল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. মাহফুজুর রহমানসহ অন্যান্য শিক্ষককরা ।

তাছাড়া শাহপীর কল্লা শহীদ(রহ) উচ্চ বিদ্যালয়, রাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, আমোদাবাদ আলহাজ্ব শাহআলম উচ্চ বিদ্যালয়, নাছরিন নবী পাইলট বালিকা বিদ্যালয়, নাছরীন নবী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খড়মপুর শাহপীর কল্লা শহীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে এ বছর আখাউড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ১লাখ ২১ হাজার ৪শ ৬০টি বই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। এরমধ্যে প্রাক-প্রাথমিকে ৩হাজার ৫শ, প্রথম শ্রেণিতে ১৫হাজার ৭৫০, ২য় শ্রেণিতে ১৫হাজার ৪২০ ৩য় শ্রেণিতে ২৯হাজার ১০০, ৪র্থ শ্রেণিতে ২৯হাজার ১৬০ ও ৫ম শ্রেণিতে ২৮হাজার ৫০০টি বই রয়েছে।

পৌর শহরের তারাগন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী খাদিজা বেগম বলেন, বছরের শুরুতেই নতুন বই পেয়ে খুবই আনন্দ লাগছে। নতুন বই নতুন করে রাখতে চাই।

খড়মপুর শাহপীর কল্লা শহীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী মোছা: তাসলিমা আক্তার বলেন, বছরের শুরুতেই নতুন বই পেয়ে খুবই ভাল লাগছে।

তারাগন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার বলেন, সরকারি নির্দেশনা মেনে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিতে খুবই ভালো লাগছে। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে-এ আলম বলেন সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে নিরলস ভাবে কাজ করছে। শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে বছরের শুরুতেই তাদের হাতে নতুন বই তুলে দেওয়া সেই গুরুত্বেরই অংশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads