• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
দোহারে ক্ষুদে শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ শুরু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দোহারে ক্ষুদে শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ শুরু

  • দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০২১

নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহারে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় এবং মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের হল রুমে স্বাস্থ্যবিধি মেনে ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে নতুন বই তুলে দিয়ে সল্প পরিসরে বই উৎসব উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।

বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মো. মাহবুবুর রহমান বলেন, করোনা মহামারির মধ্যেও বর্তমান সরকারের প্রচেষ্টায় শিক্ষার্থীদের পড়াশোনায়  যাতে ব্যাঘাত না ঘটে সেই কথা চিন্তা করে নতুন বই বছরের প্রথম দিনই বিতরণ করা হয়েছে।

মো.মাহবুবুর রহমান বাবা-মায়ের উদ্দেশ্য করে বলেন, আপনারা ছেলেমেয়েদের সময় দেবেন। তারা যেন খেলাধুলা করতে পারে সেই ব্যবস্থা করবেন। তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। তিনি সবাইকে মাস্ক পরার অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা জেলা প্যানেল চেয়ারম্যান   মো. শাজাহান মোল্লা, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান শরীফ, বিশিষ্ট ব্যবসায়ী মিলন শিকদার, মেগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহাবদ্দিন, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য ডা. শাজাহান, আওয়ামী লীগ নেতা মো. সালাউদ্দিন, শেখ শাহবদ্দিন, হাবিবুর রহমান, সাজ্জাদ হোসেন সাজুসহ আরও অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads