• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
জেএমবির দাওয়াহ শাখার সক্রিয় সদস্য গ্রেপ্তার

সংগৃহীত ছবি

সারা দেশ

জেএমবির দাওয়াহ শাখার সক্রিয় সদস্য গ্রেপ্তার

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জানুয়ারি ২০২১

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর দাওয়াহ শাখার একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গতকাল শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলাম, বিপিএম এর নেতৃত্বে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউপির দাদড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে এটিইউ। এ সময় জঙ্গিবাদ বিষয়ক বিপুল পরিমান ডকুমেন্টস, বই ও পুস্তিকা উদ্ধার করেছে তারা।

গ্রেপ্তার জেএমবির সদস্য হলো, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বাঁশমুড়ি গ্রামের মৃত গমির উদ্দিনের ছেলে মজিবুর রহমান (৪৮)।

বিষয়টি নিশ্চিত করে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ানেস) মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য দিনাজপুর ও জয়পুরহাট জেলায় দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ এবং জেএমবি’কে সংগঠিত করার কাজে নিয়োজিত ছিল। এছাড়াও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সরকারী বিভিন্ন স্থাপনায় হামলা ও নাশকতা ঘটানোর উদ্দেশ্য বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করে আসছিল সে। গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads