• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
ফুল সজ্জিত গাড়িতে চড়ে কর্মজীবনের পরিসমাপ্তি পুলিশ কর্মকর্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফুল সজ্জিত গাড়িতে চড়ে কর্মজীবনের পরিসমাপ্তি পুলিশ কর্মকর্তার

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জানুয়ারি ২০২১

ফুল দিয়ে সজ্জিত গাড়িবহর এবং সহকর্মীদের ভালোবাসার মধ্যে দিয়ে দীর্ঘ ২৮ বছরের কর্মময় জীবন থেকে অবসরে গেলেন দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ।

আজ সোমবার সকালে অন্য রকম এক আয়োজনের মধ্যে দিয়ে তাকে বিদায় জানিয়েছেন ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন সহ থানা পুলিশের সকল সদস্যরা।

বিদায়ের আগে এসআই আজাদের গলায় ফুলের মালা পড়িয়ে দেন ওসি আজিম উদ্দিন এবং ওসি (তদন্ত) মমিনুল ইসলাম। পরে হাতে ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেন থানা পুলিশের অন্যান্য অফিসাররা। শেষ মুহুত্বে ফুল দিয়ে সজ্জিত থানা পুলিশের গাড়িবহরের মাধ্যমে তাকে গন্তব্য স্থলে পৌঁছিয়ে দেন ওসি আজিম উদ্দিন।

বিদায় নেবার আগ মুহুত্বে বিদায়ী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, চাকরিতে যোগদানের আগে প্রতিটি পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু বিদায়ের বেলায় তেমন কোন আনুষ্ঠানিকতা থাকে না। তবে আমার ইচ্ছা অনুযায়ী দিনাজপুরের এসপি এবং ঘোড়াঘাট থানার ওসি স্যার শেষ ইচ্ছাটি পূরণ করেছে। আমি চাই পুলিশের প্রতিটি সদস্যকে এ ভাবেই বিদায় জানানো হোক।

এ সময় উপস্থিত ছিলেন, এসআই জিয়াউর রহমান, দুলু মিয়া, ফারুকুজ্জামান, ফজলার রশিদ, এএসআই জামান, মঞ্জুরুল, ভোলানাথ, মালেক ও আসমা খাতুন সহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads