• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কিশোরগঞ্জে শীতার্ত পুনর্বাসিত ভিক্ষুকদের পাশে দাড়ালো রুপালী ব্যাংক লিঃ

  • কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জানুয়ারি ২০২১

শীতার্ত পুনর্বাসিত ভিক্ষুকদের কম্বল দিয়ে পাশে দা‍ঁড়ালো রুপালী ব্যাংক লিং। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শীতার্ত ১শ’ ৯০ পুনর্বাসিত ভিক্ষুককে আজ শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে এ কম্বল তুলে দেয়া হয়।

কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিছুল ইসলাম আনিছের সভাপতিত্বে এ কম্বল বিতরণ শুরু করা হয়। রুপালী ব্যাং লিঃ ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল আল মাসুদের সার্বিক নিদের্শনায় এ কম্বল বিতরণ করা হয়।

আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ১ শ’ ৯০ শীতার্ত পুনর্বাসিত ভিক্ষুকদের হাতে কম্বল তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও রোকাসানা বেগম, জিএম আব্দুর রহিম ও ডিজিএম আব্দুল্লাহ আল মাহমুদ।

এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুপালী ব্যাংক লিঃ রংপুর বিভাগের জিএম মোঃ আব্দুর রহিম, রংপুরে জোনের ডিজিএম আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক লিঃ কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ দৌলতুজ্জামান, রংপুর সেন্ট্রাল রোড শাখার ব্যবস্থাপক মোঃ আতিকুজ্জামান, কিশোরগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার কাজী নুর মোহাম্মদ প্রমুখ। শীতার্ত পুনর্বাসিত ভিক্ষুকরা শীত নিবারণের জন্য কম্বল পেয়ে খুশি।

তারা বলেন- জারোত কম্বল প্যায়া খুব উপকার হইল ব্যাহো। হামরা ব্যাংকের লোকের জন্য আল্লাহর কাছে দোয়া করি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads