• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কলমাকান্দায় বেড়েছে শীতের তীব্রতা

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জানুয়ারি ২০২১

নেত্রকোণার কলমাকান্দায় হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা। বিশেষ করে গত বৃহস্পতিবার বিকেল থেকে পাহাড়ি হিমেল হাওয়া বইতে শুরু করায় অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে গ্রামের মানুষ। হেড লাইট জালিয়ে চলছে যানবাহন।

আজ রোববার (১৭ জানুয়ারি) সকালে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রী সেলসিয়াস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি কলমাকান্দায়।

নেত্রকোণার কলমাকান্দায় দেখা যায়, কনে কনে বাতাসে দরিদ্র লোকজন বেশি ভুগছেন। এদিকে শীত তীব্রতা হওয়াই কাপড়ের দোকানে ভিড় করছে লোকজন। কেউ কেউ শীতের পিঠা খেতেও দোকানে ভিড় জমাচ্ছেন।

উপজেলার সীমান্তবর্তী গ্রামে গুলোতে তিনদিন ধরেই এখানকার মানুষ শীত অনুভব করছেন বেশী। তাদের জন্য শীতবস্ত্র খুবই প্রয়োজন। এ এলাকার বেশির ভাগ মানুষ আদিবাসী। অভাবের কারণে শীত নিবারণের জন্য গরম কাপড় কিনতে পারছেন না। সরকারিভাবে যে কম্বল বিতরণ করা হয়েছে। যা প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads