• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সাড়ে ৭ ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল

ফাইল ছবি

সারা দেশ

ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সাড়ে ৭ ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জানুয়ারি ২০২১

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দূর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। সাড়ে ৭ ঘন্টা বন্ধ থাকার পর বেলা পৌনে ১২ টার দিকে কুয়াশা কেটে যাওয়া চলাচল স্বাভাবিক হয়।

আজ সোমবার ভোর রাত সোয়া ৪টার দিকে নদীতে ঘন কুয়াশা সৃষ্টি হলে নৌরুটটিতে ফেরি সহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। শিমুলিয়াঘাটে ২ শতাধিক ছোটবড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) তুয়ার আহমেদ জানান, নদীতে কুয়াশা পড়ায় ফেরির মার্কিং বাতির আলো ঝাপসা দেখায় ফেরি চলাচল অসম্ভব হয়ে পরে। এতে দূর্ঘটনা এড়াতে  ভোর রাত সোয়া ৪ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে যাওয়ায় বেলা পৌনে ১২ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঘাট এলাকায় ২ শতাধিক যানবাহন রয়েছে। সব ফেরি চালু থাকায় পারাপারে কোন সমস্যা হবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads