• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
লাকসামে জাহেদ শিক্ষা ও জন কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্রদের সহায়তা প্রদান

লাকসামে জাহেদ শিক্ষা ও জন কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ শাহআলম

সারা দেশ

লাকসামে জাহেদ শিক্ষা ও জন কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্রদের সহায়তা প্রদান

  • প্রকাশিত ২০ জানুয়ারি ২০২১

এমএস আই জসিম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

 

 

 

লাকসাম পৌর শহরের গাজীমুড়া-ভাটিয়াভিটা গ্রামের বাসিন্দা লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের সাবেক ছাত্র নেতা আমেরিকা প্রবাসী মো: শাহ আলম দরিদ্র ও অসচ্ছল মানুষকে সহায়তা প্রদানে প্রতিষ্ঠা করেন জাহেদ শিক্ষা ও জন কল্যাণ সংস্থা। ব্যক্তিগত উদ্যোগে ও এ সংস্থার মাধ্যমে তিনি এলাকার দরিদ্র ও অসচ্চল এবং করোনায় ক্ষতিগ্রস্ত মানুষ, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মানুষের চিকিৎসা ও বিবাহসহ বিভিন্ন ভাবে মানুষকে স্বাবলম্বী করতে সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন।

গাজীমুড়া-ভাটিয়াভিটা গ্রামের বাসিন্দা অবসর প্রাপ্ত সরকারি চাকুরীজীবি মরহুম জাহেদুল হকের দু’ছেলে দু’মেয়ের মধ্যে দ্বিতীয় ছেলে আমেরিকা প্রবাসী মো: শাহ আলম। তিনি আমেরিকার নিউইয়র্কে পরিবার নিয়ে বসবাস ও সিটিজেন এবং একটি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার হিসাবে কর্মরত। ৩ মেয়ে ১ ছেলের জনক তিনি। উদার মনের মানুষ মো: শাহ আলম প্রবাসীদের কল্যাণেও অবদান রাখেন। জাহেদ শিক্ষা ও জনকল্যাণ সংস্থার সার্বিক তদারকি করছেন প্রবাসী শাহ আলমের বড় ভাই লাকসামের এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান। তিনি পরিবার ও সংস্থার পক্ষ থেকে গোপনীয়ভাবে সময়ে সময়ে দরিদ্র মানুষকে সহায়তা পৌছে দেন। তাদের সহায়তা পেয়ে দরিদ্র মানুষ খুবই খুশি।

একজন উপকার ভোগী অটো রিকসা সহায়তা পেয়ে উপকৃত ও খুশি হন। সংস্থাটির সমন্বয়কারী মো: শাহজাহান বলেন আমার ছোট ভাই মো: শাহ আলম ব্যক্তিগত ভাবে বিভিন্ন দরিদ্র মানুষকে সহায়তা প্রদান করছেন। জাহেদ শিক্ষা ও জন কল্যাণ সংস্থার সহায়তা অব্যাহত রাখায় এলাকার দরিদ্র ও অসচ্ছল মানুষদের উন্নতি হচ্ছে পাশাপাশি মরহুম জাহেদুল হকের পরিবারকে মানুষ ধন্যবাদ জানান। সহায়তা অব্যাহত রাখতে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও পরিবার সকলের দোয়া কামনা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads