• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
স্বপ্ননীড়ে কম্বল নিয়ে ছুটে গেল 'স্বপ্নতরী'

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

স্বপ্ননীড়ে কম্বল নিয়ে ছুটে গেল 'স্বপ্নতরী'

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০২১

সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শীত জেঁকে বসেছে। শীত বস্ত্রের অভাবে এতিম, ছিন্নমুল, ভাসমান,অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজন পড়েছে দুর্ভোগে। তাদের কষ্ট লাঘবে রোববার কম্বল নিয়ে তাদের মাঝে ছুটে গেলেন স্বপ্নতরী নামে একটি সামাজিক সংগঠন। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপজেলার মোগড়া ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামে ভূমিহীন ও গৃহহীন ৪৫টি পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ নুরে-এ আলম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম,সদস্য মো. এইচ বি লিটন,মো. শাহিন প্রমূখ। এরপর রেলওয়ে স্টেশন ও অন্ধপল্লীতে কম্বল বিতরণ করা হয়।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরে-এ আলম বলেন গত কয়েক দিন ধরে শীত পড়ছে। এই শীতে ভূমিহীন, গৃহহীন ছিন্ন মুল অসহায় যারা রয়েছেন তারা খুবই কষ্ট করছে। অসহায় মানুষের দু:খ কষ্ট লাগবে স্বপ্নতরী সংগঠনের লোকজনরা যে ভাবে এগিয়ে এসেছে সত্যি প্রশংসার যোগ্য। যার যার অবস্থান থেকে বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় লোকজনরা উপকৃত হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads